শিক্ষাবিদ ও আঁধার মানিক চা বাগানের প্রাক্তন পরিচালক, বাংলাদেশীয় চা সংসদের প্রাক্তন সদস্য অধ্যাপক এম মুজিবুর রহমান (৮০) গত সোমবার রাত সাড়ে ১০টায় নগরীর একটি ক্লিনিকে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে যান। গত মঙ্গলবার সকাল ১১ টায় মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে মিসকিন শাহ মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। উল্লেখ্য, এম মুজিবুর রহমান পটিয়া সরকারি কলেজ, ওমরগণি এম ই এস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক, জালালাবাদ হাউজিং সোসাইটির প্রাক্তন সভাপতি। তার ইন্তেকালে বাংলাদেশ চা সংসদ চট্টগ্রাম শাখার প্রাক্তন চেয়ারম্যান নাসির উদ্দীন বাহাদুর, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোরশেদুল আলম কাদেরী গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।