বরিশালকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ঢাকা। বুধবার দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ১০৯ রানের টার্গেট দেয় বরিশাল। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় ঢাকা। ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসির আলীর অপরাজিত ৩০ বলে ৪৪ ও মুশফিকের অপরাজিত ২৩ রানে ভর করে সহজ জয় পায় ঢাকা। এছাড়া ২২ রান করেন তানজিদ হাসান। বরিশালের হয়ে একটি উইকেট পান মেহেদি হাসান মিরাজ। এর আগে মিরপুর শেরে বাংলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ব্যাট করতে নেমে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেটে ১০৮ রানের বেশি করতে পারেনি তামিমের দল। দলীয় ২৮ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরত যান সাইফ হাসান ((৯), পারভেজ হোসেন ইমন (০) ও আফিফ হোসেন (০)। তামিম ৩১ রান করে দলীয় ৬৫ রানের মাথায় বিদায় নেন। তামিমের বিদায়ের পর ইরফান শুক্কুরও ৩ রান করে আউট হন। এরপর ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি বরিশাল। ২০ ওভারে ৮ উইকেটে ১০৮ রান করে তামিমের দল। সর্বোচ্চ ৩৩ রান করেন তৌহিদ হৃদয়। ঢাকার রবিউল ইসলাম রবি ৪টি, শফিকুল ইসলাম ২টি এবং রুবেল হোসেন ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন। ৪ ম্যাচে এক জয় ও ৩ হারে ঢাকার সংগ্রহ ৪ পয়েন্ট।