করোনার টিকার প্রশাসনিক ডেটা দেখাবে ফেইসবুক

| বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, উন্নয়নশীল কোভিড-১৯ টিকা প্রশ্নে প্রশাসনিক ডেটা দেখানোর পরিকল্পনা করছে তাদের প্ল্যাটফর্ম। জাকারবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিএনবিসি জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর এ সময়ে পদক্ষেপে সহায়তা করতে এরই মধ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে ফেইসবুক। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির সঙ্গে এক লাইভ স্ট্রিমিংয়ে ফেইসবুক প্রধান বলেন, কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা আমরা একত্রে করতে পারি। এরই মধ্যে আমরা টিকার বিষয়ে প্রশাসনিক তথ্য শেয়ারের পরিকল্পনা করছি। সিএনবিসি বলছে, গ্রাহককে কীভাবে এই তথ্য জানানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জাকারবার্গ। মে মাসে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এ মাধ্যমটির প্রধান বলেছিলেন, সঠিক তথ্য শেয়ার করতে এবং ভুল ধারণা ভাঙতে ২০২০ সাল জুড়ে অনেক পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।
মার্চ মাসে কোভিড-১৯ তথ্য কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি। আগস্ট মাসে ২০২০ মার্কিন নির্বাচনের জন্যও আরও একটি তথ্য কেন্দ্র চালু করেছে তারা। এমনকি জলবায়ু পরিবর্তনের জন্যও একটি তথ্য কেন্দ্র বানানোর পরিকল্পনা রয়েছে ফেইসবুকের।
স্বাস্থ্য পরামর্শ বিষয়ক ফেইসবুক গ্রুপকে সীমিত করতে সেপ্টেম্বরে নতুন নীতিমালার ব্যাপারেও ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যমটি। এছাড়া টিকা দানে নিরুৎসাহিত করছে এমন বিজ্ঞাপন অক্টোবরে নিষিদ্ধ করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।

পূর্ববর্তী নিবন্ধবাবার জন্মদিনেই বিয়ে
পরবর্তী নিবন্ধনভেম্বরে রেমিটেন্স বেড়েছে ৩৩%