বীর বিক্রম মান্নানের কবর শীঘ্রই নবীনগরে স্থানান্তর

রাউজানে ডিআইজি

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট বিদ্যুৎ সাবস্টেশন ও হানাদার বাহিনীর ব্যাংকার ধ্বংস করতে গিয়ে শত্রুপক্ষের গুলিতে শহীদ হন পুলিশ বাহিনীর সদস্য আবদুল মান্নান বীর বিক্রম। তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার এস এম রাশিদুল হকসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
গত ১ ডিসেম্বর তারা রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে শহীদ মান্নানের কবরে আসেন। পুলিশ কর্মকর্তাগণ শহীদ মুক্তিযোদ্ধাকে স্যালুট জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় পুলিশ কর্মকর্তাদের সাথে ছিলেন উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং রাউজান ও হাটহাজারী উপজেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।
ডিআইজি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শহীদ মান্নানকে তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অচিরেই নিয়ে যাওয়া হবে। কবর স্থানান্তর করা হলেও এখানে একটি শহীদ স্মৃতি স্থাপন করা হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধদেনা পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসর্তা খাল থেকে বালু উত্তোলন যন্ত্রপাতি ধ্বংস