দেনা পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে দেনার টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গীতা রাণী তিলক (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মধ্য খিরাম বণিক পাড়ার কাজল তিলকের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, গীতা রাণী দুই মেয়ের মা। বড় মেয়েকে ৪-৫ মাস আগে বিয়ে দেন। বিয়ের সময় ধার-দেনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। স্বামী কাজল তিলক তার খোঁজ-খবর নিতেন না। কোনো উপায় না পেয়ে তিনি খাগড়াছড়ির ভুবন পাড়ায় একটি ঘরে কাজ নেন। বেশ কয়েক মাস পর সোমবার বাড়িতে ফিরে আসেন গীতা রাণী। প্রতিবেশীর বাড়িতে খাবার পর রাতে তিনি ঘুমাতে যান। সকালে সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখুটাখালীতে ২০ একর বনভূমি উদ্ধার
পরবর্তী নিবন্ধবীর বিক্রম মান্নানের কবর শীঘ্রই নবীনগরে স্থানান্তর