চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই এই দেশ দারিদ্রমুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্যই হল দেশ থেকে দারিদ্রতা দূর করা। এজন্য তিনি রাত-দিন নিরলসভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান, খাদ্য, শিক্ষা, চিকিৎসাসহ সকল মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে কাজ করছে এ সরকার।
তিনি গত সোমবার দুপুরে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্কে পৃথক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা, কৃষকদের সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ৮টি ক্রস-ব্রিড বকনা, দানাদার খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি সেচ যন্ত্র, প্রণোদনা হিসেবে ২০৫ জন কৃষকের মাঝে শস্য বীজ এবং ১২৬০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড বীজ প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার প্রমুখ।