আফ্রিকায় ডাকাতের গুলিতে মারা গেল পেকুয়ার যুবক

আজাদী ডেস্ক | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:১১ পূর্বাহ্ণ

আফ্রিকায় ডাকাতের গুলিতে সরওয়ার উদ্দিন (২৭) নামে পেকুয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার রাতে মোজাম্বিক প্রদেশের জামবেজিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরওয়ার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রশিদ আহাম্মদের ছেলে।
আফ্রিকা থেকে মুঠোফোনে প্রবাসী সাহাব উদ্দিন বলেন, ঘটনার সময় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশে দরজা ভেঙে সরওয়ার এবং পাশের রুমে থাকা সহকর্মী আহসানের বাসায় ঢুকে পড়ে। এ সময় ডাকাতরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। আহসান পালিয়ে প্রাণে বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয় সরওয়ার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে প্রবাসী বাংলাদেশিরা জানাজা শেষে সরওয়ারের দাফন সম্পন্ন করেন।
নিহতের বাবা রশিদ আহাম্মদ জানান, সরওয়ার ছয় মাসের ছুটি কাটিয়ে তিন মাস আগে আফ্রিকার কর্মস্থলে ফিরে যায়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পরবর্তী নিবন্ধ১৫ ব্যবসায়ীকে জরিমানা