২৪ কোটি টাকা ব্যয়ে বরকল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:২৬ পূর্বাহ্ণ

সততার মাধ্যমে বহুল প্রতিক্ষীত বরকল সেতুর কাজ সম্পন্ন করতে সেতু নির্মাণ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি গত রবিবার চন্দনাইশে বরকল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর ইতিমধ্যে ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। শীঘ্রই সেতুটির কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সওজ বিভাগ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রূপা, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রোকন উদ্দিন খালেদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা ইঞ্জিনিয়ার রেজা-উন-নবী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন, সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম মনির উদ্দিন, বলরাম চক্রবর্ত্তী, এম কায়সার উদ্দীন চৌধুরী, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, আমিন আহমেদ চৌধুরী রোকন, নবাব আলী, ফেরদৌস খান, মাহাবুবুর রহমান চৌধুরী, শেখ টিপু চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক, ব্যাংকার মাহামুদুর রহমান, হেলাল উদ্দীন চৌধুরী, জাহিদুর ইসলাম নয়ন, জাহিদুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসেন সোহেল, সিরাজুল কাফি চৌধুরী, মো. সাইমন, মো. সম্রাট প্রমুখ। একইদিন তিনি চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন এবং ৬৪ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা-কেরানীর বাড়ি-নয়াপাড়া-নিধিরামপুর সড়ক (৮১১ মিটার) উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার দুজনের দুদিনের রিমান্ড
পরবর্তী নিবন্ধদেওয়ানহাট ব্রিজের নিচে অজ্ঞাত বৃদ্ধের লাশ