খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের ভূঁইয়াছড়া এলাকায় একই পরিবারের ৬ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী সাহারা খাতুনের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। এসময় তিনি আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে সরকারি অর্থায়নে একটি পাকা টিনশেড ঘর করে দেয়া হবে। এছাড়া ৬ প্রতিবন্ধীর নামে কার্ড ও ভাতা প্রদানের জন্য জেলা সমাজ সেবা কার্যালয়কে নির্দেশ দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের সহযোগিতায় আপ্লুত দৃষ্টি প্রতিবন্ধী সাহারা খাতুন। তিনি বলেন, বংশগতভাবে আমার পরিবারের ৬ সদস্য দৃষ্টি প্রতিবন্ধী। আমরা এতদিন কোনো ভাতা পাইনি। ইউপি মেম্বারকে বলেও কোনো লাভ হয়নি। আমাদের থাকার মতো কোনো ঘর নেই। আজাদীতে খবর প্রকাশের পর ডিসি স্যার আমাদের ঘর দিবেন বলেছেন। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, দৈনিক আাজাদীতে দীঘিনালায় ‘এক ঘরে ৬ দৃষ্টি প্রতিবন্ধী’ শিরোনামে সংবাদটি দেখার জেলা প্রশাসন তাদের সহযোগিতার উদ্যোগ নিয়েছে। প্রত্যেকের নামে প্রতিবন্ধী কার্ড ইস্যু ও ভাতার ব্যবস্থা করা হয়েছে। ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। যেহেতু তাদের কোনো বাসস্থান নেই, তাই সরকারি অর্থায়নে নতুন ঘর তুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। খুব শীঘ্রই ঘর পাবে পরিবারটি। উল্লেখ্য, ‘এক ঘরে ৬ প্রতিবন্ধী, পায় না ভাতা’ শীর্ষক একটি মানবিক সংবাদ গত রোববার দৈনিক আজাদীতে প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি অসহায় পরিবারটিকে সহায়তার উদ্যোগ নেন।