ইউসিবি ইনভেস্টমেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াত উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, ইউসিবির পরিচালক প্রফেসর ড. মো. জোনায়েদ শফিক এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীরসহ বিভিন্ন
কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে শূণ্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি বলেন, ইউসিবির স্টক ব্রোকারেজের শাখা ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট গত পাঁচ বছরে ৬৩তম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালেক্টরেট সহকারীদের টানা ১৫ দিনের কর্মবিরতি সম্পন্ন
পরবর্তী নিবন্ধপটিয়ায় মসজিদ উন্নয়নে অনুদান