হামেদিয়া শাহ্‌ মজিদিয়া খান্‌কাহ জামে মসজিদে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

হামেদিয়া গারাংগিয়া সিলসিলার চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় খানকাহ্‌ ঘাটফরহাদবেগস্থ হামেদিয়া শাহ্‌ মজিদিয়া খানকাহ্‌ শরীফে গত ২৭ নভেম্বর বাদ আছর থেকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত খানকাহ্‌ শরীফের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন খলিফাপট্টি হামেদিয়া শাহ্‌ মজিদিয়া খান্‌কাহ শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দীন। এতে উপস্থিত ছিলেন ওমর ফারুক, আব্দুছ ছবুর ও মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ.) হলেন অলিদের সর্দার, উনার নাম মহিউদ্দীন অর্থাৎ দ্বীনকে জিন্দাহ করনেওয়ালা। তিনি আওলাদে রাসুল হযরত হাসান ও হুসাইনে বংশধর। উনার পিতা হযরত আবু ছালেহ মুসা জঙ্গী (রহ.)। তিনি অলি হয়ে এই দুনিয়ায় এসেছিলেন। মায়ের গর্ব থেকে শুরু করে সারাজীবন উনার অসংখ্য কেরামত প্রকাশ পেয়েছিল। তিনি নিজে বলেছেন, আমার বেলায়তের চোখে দেখলে মনে হয়, পৃথিবীটা সরিষার দানার মত। বক্তারা বলেন, উনি আধ্যাত্মিক সাধনার পাশাপাশি ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা তথা তফসীর, হাদিস, ফিকাহ্‌ ও বিভিন্ন ফতোয়া ইত্যাদিতে পারদর্শী ছিলেন। উনার আধ্যাত্মিক ও জাহেরী লিখনী ও বক্তব্যের মাধ্যমে সেই সময়কার সমগ্র দুনিয়ার দিশেহারা মানবজাতিকে সঠিক পথ দেখিয়ে ছিলেন। তাই উনাকে ইসলামে পূণ্য জীবন দানকারী তথা মহিউদ্দীন হিসেবে আখ্যায়িত করা হয়। মুসলমানদের উচিত হল- আউলিয়া কেরামদের ছহুবতে থাকা।শেষে মুসলিম উম্মাহ্‌, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ, কিয়াম, দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধকাশিয়াইশে আ.লীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকালেক্টরেট সহকারীদের টানা ১৫ দিনের কর্মবিরতি সম্পন্ন