এএমএমএস শিপিংয়ের জাহাজ থেকে পণ্য খালাস নয়

গালাগালে ক্ষুব্ধ বার্থ অপারেটর এসো.

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:২৫ পূর্বাহ্ণ

অশালীন ভাষায় গালাগালকে কেন্দ্র করে একটি শিপিং এজেন্সির চট্টগ্রাম বন্দরে বার্থ নেয়া জাহাজে কোন কাজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বার্থ অপারেটর এসোসিয়েশন গতকাল এক জরুরি সভা করে এই সিদ্ধান্ত গ্রহন করে বিষয়টি লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। আজই ওই শিপিং এজেন্সির একটি জাহাজ বন্দরের জেটিতে ভিড়ার কথা রয়েছে। বিষয়টি সুরাহা না হলে আজ জেটিতে বার্থিং নেয়া জাহাজটির পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।
চট্টগ্রাম বন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে কর্মরত শিপিং এজেন্সি এএমএমএস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আরিফুর রহমান বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটরস ওনার্স এসোসিয়েশনের সদস্যদের গালাগাল করেন বলে অভিযোগ করা হয়। এই গালাগালকে কেন্দ্র করে গতকাল এসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের সদস্যরা সম্মিলিতভাবে উক্ত শিপিং এজেন্সির কোন জাহাজে কাজ না করার সিদ্ধান্ত গ্রহন করেন। বিষয়টি গতকালই লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষের পরিচালককে (ট্রাফিক) লিখিতভাবে জানিয়ে দেয়া হয়েছে।
বন্দর সূত্র জানায়, আজ (মঙ্গলবার) সকালে এএমএমএস বাংলাদেশ লিমিটেডের এমভি সী লিও নামের জাহাজ বন্দর জেটিতে ভিড়ার কথা রয়েছে। কিন্তু এসোসিয়েশনের সিদ্ধান্তানুযায়ী এই জাহাজটিতে কোন কার্যক্রম চলবে না।
চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটরস ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বৈঠকের কথা স্বীকার করে বলেন, আমরা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছি। এই শিপিং এজেন্সির কোন জাহাজের কাজই আমরা করবো না।
এই ব্যাপারে শিপিং এজেন্সি এএমএমএস বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি গালাগাল করার বিষয়টি অস্বীকার করে বলেন, করোনাকালের দশ মাসে আমি দশ দিনও ঘর থেকে বের হইনি। বার্থ অপারেটরদের সাথে আমার কোন দেখা সাক্ষাৎও হয়নি। গালাগাল করার তো প্রশ্নই উঠে না। বিষয়টিকে তিনি ‘ছেলেমানুষি’ বলেও আখ্যায়িত করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিএনপির মেয়র প্রার্থী আবুল মুনছুর
পরবর্তী নিবন্ধকরোনাকালেও আশাতীত সাড়া করদাতাদের