শেখ রাসেল একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি ৫-৪ গোলে এস.এস. থানা মহিরা ফুটবল একাডেমি পটিয়াকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় পূর্ব মাদারবাড়ী ফুটবল একাডেমি ৩-১ গোলে চট্টগ্রাম বন্দর ওয়াই এফ.সি. ফুটবল একাডেমিকে পরাজিত করে। তৃতীয় খেলায় মাদারবাড়ী ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩-২ গোলে চট্টগ্রাম মহানগর ফুটবল একাডেমি পরাজিত করে।