রাঙ্গুনিয়ায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে অনূর্ধ্ব ১৫-১৮ বছরের ফুটবলারদের মাসব্যাপী এক ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি গত ২৮ নভেম্বর থেকে রাঙ্গুনিয়া স্কুল মাঠে শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন এ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কোচ সাবেক ফুটবলার ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু। শুরুতে প্রশিক্ষণের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন এই কর্মসূচির উদ্যোক্তা ও প্রশিক্ষণ কর্মসূচির আহবায়ক সাবেক কৃতি ফুটবলার তুষার কান্তি বড়ুয়া। সমিতির সভাপতি পেয়ারুল ইসলামের সভাপতিত্বে ও কর্মসূচির সদস্য সচিব প্রভাত কুসুম বড়ুয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক নুরুল আজিম বাবুল, সাবেক ফুটবলার প্রকাশ বড়ুয়া বড়ুয়া,উজ্জ্বল বড়ুয়া, বাসুমিত্র বড়ুয়া, হারুন-অর-রশিদ, নুরুল আলম আলী, প্রশিক্ষণ কোর্স পরিচালনা কমিটির সদস্য, সরোজ বড়ুয়া, আবদুস সালাম, খায়রুল আলম, আলী আকবর সহ আরো অনেক সাবেক ফুটবলার। উল্লেখ্য শতাধিক ফুটবলারের ৩ দিন ব্যাপী বাছাই শেষে ৩০ জনকে নিয়ে এই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ২৪.৬৫ কোটি টাকা