মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়েছে। গত শনিবার কলেজিয়েট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে একাডেমির উদ্বোধন করেন একাডেমির প্রধান উপদেষ্টা আজিজুর রহমান। একাডেমির সভাপতি লায়ন এম এ মুছা বাবলুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আকতার হোসেন জেকির পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মশিউল আলম স্বপন, সাহেলা আবেদীন, রোপা রোজারীন, একাডেমির উপদেষ্টা সদস্য আবদুস সোবহান, জহির মিয়া, মোহাম্মদ জাফর, মোহাম্মদ আলমগীর, আবদুল মতিন, মোহাম্মদ শাহজাহান, আবদুর রহিম, মো. কামাল, মনির হোসেন, মো. ইকবাল হোসেন, মো. জামাল, আলমগীর, আবদুল আজিজ, আলাউদ্দিন ভূঁইয়া, মো. মোশাররফ হোসেন লিটন, নূর জাহেদ বাবলু, ফারুক রানা, আরিফুর রহমান রানা, কামরুল পারভেজ জসি, রফিকুল ইসলাম মিঠু, আবদুল হামিদ নয়ন, রিজভী হাসান সানী, সাইফুর রহমান রানা, ওমর ফারুক, আরাফাত আমজাদী, মোহাম্মদ আলাউদ্দীন, আবদুল হামিদ জনি, আমিনুল ইসলাম আজাদ, ইসমাইল, সাইমন আহমেদ সাহেদ, ওয়াহিদুল আলম অভি, নুর উদ্দিন, মোঃ লোকমান, এয়ার মাহমুদ মিন্টু, ইরফান হোসেন সজিব, আবদুল মালেক, মিনহাজ মাসুম, মাকসুদ, আরিফুল ইসলাম মারুফ, মো. রুবেল, মোহাম্মদ ইমন, আরমান হোসেন ইমন, মো. শহিদ, ইয়াসিন, আকাশ, সিরাম, আলামিন, হৃদয় হোসেন মান্না প্রমুখ। প্রধান অতিথি আজিজুর রহমান বলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও মাদারবাডী শোভনীয়া ফুটবল একাডেমির যাবতীয় কর্মকান্ডের ব্যয়বার আগামী দুই বছরের জন্য তিনি বহন করবেন এবং সব সময় শোভনীয়ার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।