নতুন জুটি অর্ষা-ইমরান

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় অভিনয় করছেন লাঙ সুন্দরী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। নবাগত পরিচালক সাজ্জাদ খানের ‘সাহস’ সিনেমায় অভিনয় করছেন তারা। গত ২২ নভেম্বর থেকে বাগেরহাটে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। অর্ষা ও ইমরানসহ সবশিল্পী শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা ৮ ডিসেম্বর সেখানে শুটিং চলবে। ‘সাহস’ প্রসঙ্গে সাজ্জাদ খান বাংলানিউজকে বলেন, শুটিং শুরু করার দিক থেকে এটি আমার প্রথম সিনেমা। প্রায় দুই মাস ধরে আমরা ‘সাহস’-এর প্রস্তুতি নিয়েছি। এখন চলছে শুটিং পর্ব। প্রথমে ভেবেছিলাম ২০ ডিসেম্বর পর্যন্ত শুট করতে হবে, কিন্তু শিল্পদের দক্ষতায় কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে যাচ্ছে। তাই আমরা শুটিংয়ের সময় আরও ১২ দিন কমিয়ে এনেছি। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘সাহস’ হচ্ছে নারীদের সাহসিকতার গল্প। নারীদের শিকল ভাঙার গল্প, প্রতিবাদ করার গল্প। সবাইকে নির্যাতন ও সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মফস্বলের নারীরাও যে অন্যায়কে রুখে দাঁড়াতে পারেন-তেমনি একটি গল্প ‘সাহস’-এ দেখতে পাবেন দর্শক। আমাদের সিনেমায় আমাদের দেশের গল্প বলতে হবে, আমাদের আশেপাশের গল্প বলতে হবে। তাহলেই দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করা যাবে।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষার তৃতীয় সিনেমা ‘সাহস’। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। অর্ষা বলেন, ‘সাহস’র গল্পটা শুনে মনে হয়েছে অবশ্যই এটা আমার করা উচিৎ। এই সিনেমাটি দেখে একজন মানুষও যদি বোঝেন- মেয়েরা সম্মানের জায়গা থাকেন, তাদের নির্যাতন করা ঘৃণ্যতম অপরাধ, তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে। সিনেমাটির টিম একেবারে নতুন, কিন্তু তাদের মধ্যে তারুণ্যের উদ্দীপনা ও কাজের সক্রিয়তা অর্ষাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। ‘সাহস’-এ অর্ষা কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম নীলা। বিপরীতে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। গল্পে তার নাম রায়হান। দু’জনের সম্পর্ক স্বামী-স্ত্রীর।

পূর্ববর্তী নিবন্ধফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ইশরাত
পরবর্তী নিবন্ধশরীরচর্চায় ষোলআনা মোনালি