হাটহাজারীতে পৃথক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে সড়কের উপর চাঁদাবাজির জন্য নির্মিতি ব্যারিকেড অপসারণ ও অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের কাটাখালি এলাকা ও ধলই ইউনিয়নে এনায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, চিকনদন্ডী ইউনিয়নে কাটাখালি সড়কের উপর ব্যারিকেড দিয়ে চাঁদাবাজি করে আসছিল এক শ্রেণির স্বার্থান্মেষী মহল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মিত ব্যারিকেড অপসারণ করা হয়। অপরদিকে ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় সরকারি খাস জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ হাজার টাকা মূল্যের বালু জব্দ করা হয়েছে।