বান্দরবান-রাঙামাটিতে অস্ত্র ও গুলি উদ্ধার

বান্দরবান ও রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বান্দরবান ও রাঙামাটিতে অভিযান চালিয়ে ১৩টি অস্ত্র, গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী-বিজিবি। গতকাল রবিবার ও গত শনিবার পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল রোববার ভোররাতে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আস্তানা থেকে বিজিবি সদস্যরা মাটি খুঁড়ে ১০টি দেশীয় তৈরি এলজি রাইফেল, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ২ সেট ইউনিফর্ম, সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুমায় দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় পাহাড়ে সন্ত্রাসীদের একটি গ্রুপ কিছুদিন ধরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ১০টি অস্ত্র ও গুলি, পোশাক উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। বিজিবির সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার বাঘাইছড়িতে অভিযান চালিয়ে অত্যাধুনিক ৩টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে ২টি একে-৪৭, একে-৪৭ এর ম্যাগজিন, ১টি এসএমসি, ১টি এসএমসির ম্যাগজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়। গত ২৮ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ৪৫ মিনিটে বাঘাইহাট সেনা জোনের একটি দল আঞ্চলিক দলের একটি গোপন আস্তানায় এই অভিযান চালায়। বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের আওতাধীন দুর্গম ভূয়াছড়ি এলাকায় অভিযান চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে উক্ত এলাকায় অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধআপনার মাস্ক কই
পরবর্তী নিবন্ধথানচিতে বিরল প্রজাতির ১২ কচ্ছপ উদ্ধার