জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় এগিয়ে আসতে হবে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থী সংখ্যা দিনদিন কমে আসছে। বিজ্ঞান শিক্ষায় দক্ষতার মাধ্যমে দেশে তথ্য প্রযুক্তি ও কারিগরি খাত সফলতা পাবে। বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আইসিটি শিক্ষা, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন প্রকল্প চালু করেছে। আমাদেরকে উন্নত দেশ গড়তে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী তৈরি করতে হবে।
তিনি গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পটিয়া মডেল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধূরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইনামূল হাছান। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মীর আন নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, সুলতানা রাজিয়া, পটিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিজ্ঞান মেলায় পটিয়া উপজেলার ৩৫টি স্কুল, কলেজ ও মাদ্রসা অংশ নেয়। এতে কলেজ পর্যায়ে প্রথম হয়েছে পটিয়া সরকারি কলেজ, ২য় খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, ৩য় হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজ। স্কুল পযার্যে প্রথম হয়েছে ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়, ২য় ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ ও ৩য় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।