ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মহসেন ফকিরজাদেহ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি । তবে তিনি বলেছেন, এ ঘটনা তাদের দেশের পরমাণু কর্মসূচির গতি ধীর করতে পারবে না। হাসান রুহানি বলেন, এই হত্যাকাণ্ডে ইরানের শত্রুদের গভীর ‘ঘৃণা ও হতাশা’ স্পষ্ট হয়ে উঠেছে। খবর বিবিসি বাংলার।
রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে রুহানি ‘ইহুদিবাদী শাসকচক্রের রক্তরঞ্জিত অশুভ হাতের’ উপমা দেন- যা সাধারণত ইসরায়েলকে বোঝাতে ব্যবহৃত হয়। ইসরায়েল এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।