খুলনার হয়ে চট্টগ্রামের বিপক্ষে একটি রান নিয়েই সাকিব আল হাসান স্পর্শ করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান। পাশাপাশি এই অলরাউন্ডার পূরণ করে ফেললেন দারুণ এক ডাবলও। ৫ হাজার রানের আগে টি-টোয়েন্টিতে ৩৫৫টি উইকেটও আছে সাকিবের। দুই তালিকায়ই নাম লেখানো মাত্র দ্বিতীয় ক্রিকেটার সাকিব। এই অর্জন এতদিন ছিল কেবল ডোয়াইন ব্রাভোর। সাকিব এই ম্যাচ দিয়ে খেললেন ৩১১ ম্যাচ। সাকিব ৫ হাজার রানের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে, ১ হাজার ৫৬৭। এছাড়া বিপিএল দল ঢাকা ডায়নামাইটসের হয়ে করেছেন ৭৩৮, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৪৩। সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে, ৯২টি। ঢাকা ডায়নামাইটসের হয়ে উইকেট ৫৮টি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪৪টি।