আলহাজ্ব হোসেনুজ্জামান চেয়ারম্যান কদমতলী আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ নভেম্বর সম্পন্ন হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জসিমুল হুদার সভাপতিত্বে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। মোহাম্মদ নাহিদ ও সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমজাদ খান, বদরুল হুদা মুরাদ, গোলাম মোহাম্মদ জোবায়ের, নুরুল ইসলাম নুরু, নুরুল আবছার, নাজমুল হুদা, মো. সালাউদ্দিন, নাসির মিয়া, মোস্তাফিজুর রহমান, একেএম ফজলুল হক, ফিরোজ আহমেদ, নুরুল আনি হীরা, আকবর আলী নয়ন। ফাইনাল খেলায় ইস্তা ইস্পা রয়েল কিংস টাইব্রেকারে ৩-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন কাশ্মীর ফাইটার কিংসকে পরাজিত করে। ক্রেষ্ট ছাড়া ও চ্যাম্পিয়ন দলকে নগদ ২০ হাজার টাকা, রানার্স আপ দলকে নগদ ১০ হাজার এবং তৃতীয় স্থান অজর্নকারী দলকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট ইসলাম খান, সেরা গোল দাতা মারুফুল, সেরা গোলরক্ষক মো. মনির, ফাইনাল খেলার সেরা খেলোয়াড় শিপন, উঠতি খেলোয়াড় ফাহিমকে ক্রেস্ট সহ নগদ ১ হাজার করে টাকা উপহার দেয়া হয়। সুশৃংখল ও ৩য় স্থান অর্জনকারী দল শাহ আলম লি. ও সেরা দর্শক হিসেবে ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।