র্যাবের অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
র্যাব ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা এলাকায় মাদক পাচারকালে অভিযান চালায় র্যাব।
এসময় মাদককারবারিরা পাহাড়ে পালিয়ে যাওয়ারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারকারী ২ জনকে আটক করা হয়েছে। তারা হলো মংখিয়াং (৪২), মংপ্রু মারমা (৫০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের মেজর মেহেদী হাসান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটককৃত দুইজনকে থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।