রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় অবস্থিত একটি মসজিদ ও মাদ্রাসার ৫টি দানবাক্স রাতের আঁধারে কে বা কারা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময়।
এই ঘটনায় শফিপুর এলাকায় বসবাসকারী সর্বস্তরের জনগণের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
শফিপুর জুনিয়র মাদ্রাসার ইমাম জানান, মসজিদটি অত্যন্ত গরীব এলাকায় অবস্থিত। এখানে যারা নামাজ পড়তে আসেন তারাও গরীব। মুসল্লীরা প্রতি ওয়াক্ত নামাজ পড়তে এসে দান বাক্সে সাধ্য অনুযায়ী অর্থ প্রদান করেন।
এই টাকায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন প্রদান করা হয়। এই জঘন্য কাজটি যারা করেছে তারা ক্ষমাহীন অপরাধ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনাস্থল শফিপুর চন্দ্রঘোনা থানা এলাকায় পড়েছে। মসজিদের দান বাক্স চুরির বিষয়টি শুনেছেন বলে জানান তিনি। ৫টি দান বাক্সে আনুমানিক ৫শ’ টাকা ছিল বলে তিনি স্থানীয়দের সাথে আলাপে জেনেছেন বলে এই প্রতিনিধিকে জানান।
মসজিদ ও মাদ্রাসার দানবাক্স চুরির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অপরাধী ধরার ব্যাপারে পুলিশী তৎপরতা চলছে বলেও জানান তিনি।