লামায় প্রায় ৪৬ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গতকাল শুক্রবার দুপুরে একদিনের সরকারি সফরে তিনি লামায় এসে এসকল উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান, বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ও বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মোবাশ্বের হোসেন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের আওতায় প্রায় ১৬ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও ২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলি হচ্ছে, লামা উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, উপজেলা চেয়ারম্যানের বাসভবন নির্মাণ, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ, রাজবাড়ী লামা-রুপসী পাড়া সড়ক নির্মাণ, শিলেরতুয়া মার্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, লামা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হল লামা উপজেলার রুপসী পাড়া-অংহ্লা পাড়ার রাস্তা উন্নয়ন, লামা উপজেলার মিশন ঘাট জামে মসজিদের উন্নয়ন, মাতামুহুরী কলেজের ডাইনিং হল, ওয়াশরুম নির্মাণ ও ফ্যান সরবরাহ, মাতামুহুরী কলেজের ছাত্রাবাস উর্ধ্বমুখী সম্প্রসারণ ও কলেজের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ। ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রকল্প গুলো হচ্ছে- লামা কেন্দ্রীয় মসজিদ ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও অসমাপ্তকাজ সমাপ্ত করণ, লামা লোকনাথ মন্দিরের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, নারীর আর্থ সামাজিক উন্নয়নে নব জাগরণ মহিলা সমিতি ভবনের দ্বিতীয় তলা সম্প্রসারণ ও আসবাবপত্র সরবরাহ প্রকল্পের উদ্বোধন এবং লামা কেন্দ্রীয় মার্কাজ মসজিদ কমপ্লেঙ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে বান্দরবান গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১১ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ কর্তক বাস্তবায়নাধীন চিড়িঙ্গা (ফাঁসিয়াখালী) লামা-আলীকদম সড়ক (লামা বাজার লিংক রোড) উঁচুকরণ, রিজিড পেভমেন্ট নির্মাণ ও সার্ফেসিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. রেজা রশিদ, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল প্রমুখ উপস্থিত ছিলেন।