বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ গোপাল দাশ গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই কন্যা, দুই নাতনি, এক নাতি জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি ৩২ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। অধ্যক্ষ গোপাল দাশ প্রাবন্ধিক ড. উদিতি দাশের বাবা। প্রেস বিজ্ঞপ্তি।