একেবারে উড়ন্ত সুচনা করেছে চট্টগ্রাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম এক রকম উড়িয়ে দিয়েছে শক্তিশালী ঢাকাকে। ব্যাটে-বলে দাড়াতেই পারেনি ঢাকা। দারুন এক জয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম আজ আবার মাঠে নামছে। আজ তাদের প্রতিপক্ষ খুলনা। শক্তিশালী খুলনার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মোহাম্মদ মিঠুনের দল। যদিও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা খুলনা নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে রাজশাহীর কাছে। আজ দুপুর দেড়টায় মাঠে গড়াবে চট্টগ্রাম এবং খুলনার মধ্যকার ম্যাচটি।