মুখে মাস্ক না থাকায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা এলাকায় বাস চালক ও যাত্রীদের অভিনব শাস্তি ভোগ করতে হয়েছে। চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) মোঃ সফিউল আজম জানান, কাপ্তাই-রাঙ্গামাটি-বান্দরবান-রাজস্থলী সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস চালক ও বাস যাত্রীদের মুখে মাস্ক না থাকায় ব্যতিক্রম শাস্তির আওতায় আনা হয়েছে। তিনি বলেন- যেসব বাস চালকের মুখে মাস্ক ছিল না তাদের প্রত্যেককে বাধ্য করা হয় কম পক্ষে ১০টি মাস্ক কেনার জন্য। কেনা মাস্কগুলো বাসের যাত্রীদের মধ্যে ঐ চালকই বিতরণ করেন। পাশাপাশি বাসে যে সব যাত্রীর মুখে মাস্ক ছিল না সেসব যাত্রীদের বাস থেকে নামিয়ে কিছু দুর হেঁটে পুনরায় বাসে উঠতে বাধ্য করা হয়। এতে রাস্তার আশপাশে হাট বাজারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ বিষয়টি দেখে সচেতন হন।
ওসি (তদন্ত) সফিউল আজম জানান, মাস্ক না পরায় কাপ্তাই উপজেলায় অনেককে জরিমানা করা হয়েছে। কিন্তু এতেও মাস্ক পরিধানে মানুষ সচেতন হচ্ছে না। তাই মাস্ক পরতে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাস যাত্রী উসাইমং মারমা, মনির হোসেন ও বিলকিছ আক্তার জানান, তারা রাজস্থলী থেকে রাঙ্গামাটি যাচ্ছিলেন।