সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, মোফাক্কর চৌধুরী, দীপক দে ভোলা, দুলাল দে প্রমুখ। এসময় এমপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ভবিষ্যতেও সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।