‘বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই’

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেছেন- বর্তমান বিশ্ব এগিয়ে চলেছে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে। আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় বিজ্ঞান ও প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার। এগুলো আমাদের জীবনকে করেছে সহজ ও উন্নত। বিজ্ঞানের এ আশীর্বাদ ছাড়া বর্তমানে আমাদের এক মুহূর্তও বেঁচে থাকা সম্ভব নয়। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায়, যে দেশ বিজ্ঞান-প্রযুক্তিতে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত। তাই বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উপলক্ষে বোয়ালখালীতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন। প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা অফিসার অজন্তা ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে গত বৃহসপতিবার দিনব্যাপী উক্ত কর্মসূচি পালন করা হয়। সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম.সেলিম, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, ও প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম, শিক্ষার্থী সানজিদা ওয়াসিকা, সুবর্ণ চৌধুরী, সোবেল ও সাবিহা। পরে অতিথিবৃন্দ জুনিয়র গ্রুপে ১ম স্থান অধিকারী জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়,২য় স্থান অধিকারী বেগুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকারী হাওলা উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকারী বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ও ২য় স্থান অধিকারী হাজী নুরুল হক ডিগ্রী কলেজের শিক্ষক -শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের চিম্বুকে হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিদুর্গতদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ