বান্দরবানের চিম্বুকে হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

উন্নয়নের নাম করে ম্রো জনগোষ্ঠিকে উচ্ছেদ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে চিম্বুক পাহাড়ে পাঁচ তারাকা হোটেল এবং আ্যমিউজমেন্ট পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বান্দরবানে।
গতকাল শুক্রবার সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম সচেতন ছাত্র সমাজ ও নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন পালন করা হয়। এসময় ভূমিদখল বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
ছাত্রনেতা বং চক ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাধবী মারমা, অ্যাডভোকেট উবাথোয়ই মার্মা, উদীচির সাবেক জেলা সাধারণ সম্পাদক ক্যাসা মং মার্মা, ছাত্রনেতা রিপন চক্রবর্তী।
এসময় নারী নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, আমরা যারা পাহাড়ি বাঙালি সম্প্রীতির বান্দরবানে বাস করি আমরা জানি, জেলার নাইক্ষ্যংছড়ি লামা ও আলীকদমের এমন কোন জায়গা নেই যেখানে বড় বড় কোম্পানি জায়গা দখল করেনি। স্থানীয়দের স্বার্থেই আমরা এসব আর হতে দিতে পারি না।এসময় উদীচির সাবেক জেলা সাধারণ সম্পাদক ক্যাসা মং মার্মা হোটেল নির্মাণের জন্য লিজ দেয়ার এই প্রক্রিয়ার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান।এসময় বক্তারা অবিলম্বে চিম্বুক এলাকার আশেপাশে সিকদার গ্রুপের হোটেল নির্মাণের লিজ বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হোটেল নির্মাণের জন্য ২০ একর ভূমি লিজ প্রদান করলেও ১হাজার একর ভূমি দখল করে ম্রো পাড়া উচ্ছেদ করা হচ্ছে দাবি করে বান্দরবানসহ বিভিন্নস্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ‘স্পুৎনিক’ টিকাও উৎপাদন করবে ভারত
পরবর্তী নিবন্ধ‘বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই’