ভারতের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হেটেরো প্রতি বছর রাশিয়ার তৈরি কোভিড-১৯ ‘স্পুৎনিক-ভি’ টিকার ১০ কোটিরও বেশি ডোজ উৎপাদন করবে। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর সঙ্গে চুক্তির আওতায় হেটেরো ২০২১ সালের শুরুতে এই টিকা উৎপাদন শুরু করবে। স্পুৎনিক-ভি’র টুইটার একাউন্টে এক যৌথ বিবৃতিতে শুক্রবার একথা বলা হয়েছে। এতে বলা হয়, জনবহুল দেশ ভারতে এখনও করোনা ভাইরাসের এই রুশ টিকার দ্বিতীয়-তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ওদিকে, রাশিয়া কর্তৃপক্ষ আগস্টে স্পুৎনিক-ভি টিকা অনুমোদন করলেও এর কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে দেশটিতে এখনও পরীক্ষা চলছে। হেটেরো কোম্পানির পরিচালক মুরালি কৃষ্ণা রেড্ডি বলেছেন, আমরা ভারতে টিকা পরীক্ষার ফলের অপেক্ষায় আছি। আমরা মনে করি রোগীদের কাছে দ্রুত টিকা পৌঁছে দেওয়ার জন্য স্থানীয়ভাবে এটি উৎপাদন করা গুরুত্বপূর্ণ। খবর বিডিনিউজের।
ভারতে রুশ টিকার পরীক্ষা চালানো আরেক ওষুধ সংস্থা রেড্ডি’জ ল্যাবরেটরিজ লিমিটেড জানিয়েছে, আগামী বছরের মার্চে শেষ ধাপের পরীক্ষার ফল জানা সম্ভব হবে। তেমন হলে আগামী বছর এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতে উৎপাদন করা রুশ টিকা বাজারে চলে আসার আশা আছে। আরডিআইএফ এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ এ সপ্তাহের শুরুতে বলেছেন, মস্কো তার বিদেশি অংশীদারদের নিয়ে আগামী বছর থেকেই ১শ’ কোটি ডোজেরও বেশি টিকা উৎপাদনে সক্ষম। এতে ৫০ কোটির বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজারে জনপ্রতি টিকার দাম পড়বে ২০ ডলারেরও কম।












