আজীবন সম্মাননা পাচ্ছেন আতাউর রহমান

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিএরএ আজীবন সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান। খবর বাংলানিউজের।
কাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের রজতজয়ন্তী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় সভাপতিত্ব করবেন অভি চৌধুরী। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান হলেন মিডিয়া ব্যক্তিত্ব বেনু শর্মা ও সদস্য সচিব সুমন পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধলরেনের ‘গল্পটা এমনই ভালো’
পরবর্তী নিবন্ধহোয়াটস অ্যাপের বার্তা মুছে যাবে স্ক্রিনশট নিলে জানাবে মেসেঞ্জার