বর্তমান সময়ের তরুণ-তরুণীদের ভালোবাসা-বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বিষয়ক জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এক্স ভার্সেস প্রেজেন্ট’। নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন মোহন আহমেদ। খবর বাংলানিউজের।
নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা মিশু সাব্বির ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সমপ্রতি শুটিং সম্পন্ন হওয়া নাটকটি আজ শুক্রবার টেলিভিশনের পর্দায় প্রচার হবে। মিশু সাব্বির বলেন, মোহন আহমেদের পরিচালনায় পরপর কয়েকটি কাজ করলাম। আশা করছি আগের কাজের মতো এটাতেও সাড়া পাবো। টয়া বলেন, ভালো একটি কাছ হয়েছে। মোহন আহমেদ ও মিশু সাব্বির ভাইয়ের সঙ্গে কাজটি করে বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। ‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ নাটকে মিশু সাব্বির ও টয়া ছাড়াও অভিনয় করেছেন- স্বর্ণা লতা, সিয়াম নাসির, মো. পামির, জান্নাত প্রীতি, নিতু প্রমুখ। এটি প্রযোজনা করেছেন মাহবুব আলম। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে। পরদিন শনিবার সন্ধ্যা ৬টায় সিডি ভিশন ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে।