বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি ডবলমুরিং থানার সম্মেলন ও সেমিনার ডবলমুরিং থানার সভাপতি ডা. অজিত বিহারী দত্তের সভাপত্বিতে গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি জেলা কমিটির সাধারন সম্পাদক গ্রাম ডা. রতন কুমার নাথ। তিনি বলেন, করোনা প্রতিরোধে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জেলা কমিটির মতবিনিয়ম সভায় বলেছিলেন কাউন্সিলিং করে জনগনকে সচেতনতা এবং সেবা দিয়ে করোনা প্রতিরোধে বলিষ্ট ভূমিকা রাখতে হবে প্রাথমিক চিকিৎসগণকে, তারই আলোকে সর্বক্ষনিক কাজ করার জন্য সকল গ্রাম ডাক্তারদেরকে আহবান জানান তিনি । সেমিনারে প্রধান বক্তা ছিলেন ডা. নেপাল দাশ গুপ্ত। সেমিনারের বিষয় ছিল কোভিড-১৯ এবং ফ্লু-ও সর্দ্দির পার্থক্য কি। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট কাজী নছরল্লাহ, ডা. অসিম দাশ গুপ্ত, ডা. প্রনব কুমার সেন, ডা. ফকরুদ্দিন, ডা. বাদল কান্তি নাথ, ডা. অনুপ কুমার নন্দী। বক্তব্য রাখেন ডা. বিপ্লব কান্তি দাশ, ডা. অনুপ কুমার চক্রবর্তী, ডা. সাধন শীল, ডা. নিপু দাশ, ডা. সুমন দত্ত, ডা. পুলক কান্তি বড়ুয়া, ডা. সাজ্জাদুর রহমান চৌধুরী, ডা. প্রকাশ চন্দ্র দাশ, ডা. বিদ্যুৎ কুমার মজুমদার। সম্মেলনে ডা. অজিত বিহারী দত্তকে সভাপতি এবং বিপ্লব কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে ২১ জন বিশিষ্ট ডবলমুরিং থানা কমিটি এবং ডা. প্রনব কুমার সেনকে সভাপতি, রতন কুমার শীলকে সাধারণ সম্পাদক করে সদরঘাট থানার কার্যকরি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।