কবিতা লিখতে এসেছি- উপমা
উপমান রং-এ উপমেয় সাজ সুষমা
চাঁদের কপালে চাঁদ দিয়ে যা টিপ
জ্যোছনা হাসিতে উজল, তুলিত দুই দীপ।
পাখির নীড়ের মতো চোখ-বনলতা
‘চাওয়া’ সমুদ্র উচ্ছল নিঃশব্দের কথা
উপমিতি জ্ঞানবস্তু কারুশিল্প বাণী
সূর্য আলোর রাজা, চাঁদ আলোরাণী।
উপমিত উপমাহীন দাঁড়ালে আজ এসে
বরণে অস্থির কবি ‘শুদ্ধ’ ভালবেসে।