কাজীর দেউড়ির ‘মীরা পুকুর’ রক্ষার দাবিতে মানববন্ধন

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নগরের কাজির দেউড়ি এলাকায় ছয়শত বছরের পুরনো ‘মীর ইয়াহিয়া পুকুর প্রকাশ মীরা পুকুরটি’ দখল করে নেয়ার জন্য একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পুকুরটি প্রভাবশালীদের অবৈধ দখল থেকে রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে কাজির দেউড়ি কাজী বাড়ি এলাকার ‘মীরা পুকুর’ পাড়ে মানববন্ধনও করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল অবৈধভাবে পুকুরটি ভরাট করছে। এছাড়া পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলে পুকুরের পানি দূষিত ও ব্যবহার অনুপযোগী করে তুলছে। খবর বাংলানিউজের।
মীরা পুকুরটি প্রভাবশালী মহলের হাত থেকে রক্ষা ও একে সংস্কার করে ব্যবহার উপযোগী করার জন্য পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। এছাড়া এদিকে পুকুর রক্ষার দাবিতে সমপ্রতি চট্টগ্রাম পরিবেশ অধিদফতরে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগও করা হয়। উক্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতে কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কর্মকর্তারা সরেজমিন তদন্তে আসেন। আগামী ৩০ নভেম্বর পরিবেশ অধিদফতরে এ সংক্রান্ত শুনানির দিন ধার্য আছে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
পরবর্তী নিবন্ধতবুও ভালোবাসা