জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সংস্থার সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক অ্যাড. মমতাজ বেগম স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল গত বুধবার ঢাকাস্থ ফজিলাতুন্নেসা মুজিব অডিটোরিয়ামে অনুষ্ঠিত্ব হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার বর্তমান চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চেমন আরা তৈয়ব। উপস্থিত ছিলেন মরহুমার কন্যা অ্যাড. ফারহানা রেজা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মাকসুরা নুর, সংস্থার নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালনা পরিষদের সদস্য, সংস্থার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে প্রয়াত অধ্যাপক অ্যাড. মমতাজ বেগমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।