বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুভসূচনা করেছে চট্টগ্রাম। নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম।এতে করে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখলো ঢাকা। আগে ব্যাট করে চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮৮ রানে অলআউট হয় মুশফিকদের ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের উইকেট হারিয়ে নয় ওভার হাতে রেখেই জয় তুলে নেয় মিঠুনের চট্টগ্রাম। ৮৯ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারকে কোনো রকম সমস্যায় পড়তে হয়নি। ঢাকার বোলারদের কোনো রকম সুযোগই দেননি তারা। দুজনে মিলে উদ্বোধনী জুটিতেই যোগ করেছেন ৭৯ রান। জয় থেকে ১০ রান দূরে থাকতে লিটন ৩৪ রান করে আউট হন। সৌম্য ও মোমিনুল জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই মাঠে ছাড়েন। ১০.৫ ওভারে ৯০ রান করে চট্টগ্রাম। ঢাকার একমাত্র উইকেটটি নেন নাসুম আহমেদ। এর আগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলিং তোপের মুখে পড়ে ঢাকার ব্যাটসম্যানরা। একে একে তানজিদ হাসান তামিম (২), সাব্বির রহমান (০), মুশফিকুর রহিম (০), আকবর আলী (১৫), শাহাদাত হোসেন (২), আবু হায়দার রনি (০) বিদায় নিলে চাপে পড়ে যায় ঢাকা। এক প্রান্তে দাঁড়িয়ে থাকা নাঈম শেখ চেষ্টা করলেও তিনিও ২৩ বলে ৪০ রান করে ফিরে যান। এরপর বাকি ব্যাটসম্যানরাও আর সেই ধাক্কা সামাল দিতে পারেন নি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় ঢাকা।
চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম ২টি এবং নাহিদুল ইসলাম ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।
দিনের প্রথম ম্যাচে রাজশাহীর কাছে হার মানে মাহমুদউল্লাহর খুলনা। ‘ফেভারিট’ খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর এটা টানা দ্বিতীয় জয়। দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে এখন রাজশাহী। খুলনার ১৪৬ রানের জবাব দিতে নেমে ১৭.২ ওভারে চার উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে রাজশাহী।