সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে

আন্দরকিল্লা ওয়ার্ডে মতবিনিময় সভায় শাহাদাত

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৮ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন বিদায় ভোট ডাকাতির মহোৎসব চলছে। জনমুখী কাজ না করার জন্য সরকার এখন জনবিচ্ছিন্ন দুর্নীতি, ধর্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতিতে জনগণ দিশেহারা। সরকার এখন জনগণের প্রতিপক্ষ শক্তিতে পরিণত হয়েছে। সরকার শুধু জনবিচ্ছিন্নই নয়, পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বুধবার নগরীর ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে সিনেমা প্যালেস ইসলামিয়া সিটি হলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশে নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে।
৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হারুন জামান, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহিলা কাউন্সিলর প্রার্থী পারভীন আক্তার চৌধুরী, জাকির হোসেন। বক্তব্য দেন। ইউসুফ শিকদার, আলী ইউসুফ, নাজমুল হাসান ফিরোজ, আবুল কালাম, জামাল উদ্দিন, ওসমান গনি, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আনিসুল হক, মনির হোসেন, কামাল উদ্দিন, আব্দুল গফুর, মোহাম্মদ ওয়াকিল, মোহাম্মদ সেলিম, আসাদুর রহমান টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ইয়াবাসহ এক নারী আটক
পরবর্তী নিবন্ধকরোনা ও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে