মীরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় নুরুল আলম (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মীরসরাই সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নেয়ামত উল্লাহ (৫০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বেয়াই নিয়ামত উল্লাহর সঙ্গে মোটর সাইকেলযোগে সীতাকুণ্ড যাচ্ছিলেন নুরুল আলম। পথিমধ্যে চট্টগ্রামমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-১০৮৫) মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে গাড়ি থেকে পড়ে যান নুরুল আলম। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই খোন্দকার বাবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফতেপুরে নূর আহমদ নুরুল্লাহর খোশরোজ ২৮ নভেম্বর শুরু
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের স্থান বাংলার মাটিতে হবে না