ফতেপুরে নূর আহমদ নুরুল্লাহর খোশরোজ ২৮ নভেম্বর শুরু

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফতেপুর গ্রামে বাগ-এ-নুরুল্লায় শাহেনশাহে অবুদিয়ত সৈয়দ নূর আহমদ নুরুল্লাহর ৪১তম খোশরোজ শরীফ আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে। দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর দপুর ১২টা পর্যন্ত মোট ১৭ দিনব্যাপী বাৎসরিক খোশরোজ শরীফের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-দুপুর ১২ টায় পতাকা উত্তোলন ও এলান ও তওয়াফ, রাত ৯ টায় তেলওয়াত ও মুনাজাত, রাত ১০টা হতে মেজবান, রাতব্যাপী জিকির। খোশরোজ শরীফে দুনিয়া আখেরাতের কল্যাণ ও কামেয়াবী হাসিল করার জন্য আশেকানদের বাগ-এ-নুরুল্লাহর পক্ষ হতে মুনজাজেম আস্‌লি আল আওলাদ মাস্টার সৈয়দ নূর মোহাম্মদ নুরুল্লাহ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু