৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে ১৭৪ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৭৪৯ টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব ও কাতার থেকে ৫০ হাজার মেট্রিক টন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চোলাই মদ রাখায় একজনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকক্সবাজারের সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক