বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের স্থান বাংলার মাটিতে হবে না

নির্মূল কমিটির মানববন্ধনে বক্তারা

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের নামে স্বাধীনতাবিরোধী চক্রের হুমকির প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর নাম বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্য বিরোধীদের বাংলার মাটিতে স্থান হবে না। তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা। সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নইম উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শ্রমিকলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি সফর আলী, সাংবাদিক চৌধুরী ফরিদ, টিইউসি, চট্টগ্রাম সভাপতি তপন দত্ত, দীপংকর চৌধুরী কাজল, নাজিম উদ্দিন চৌধুরী, হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, নাজমুল আলম খান, ফারুক চৌধুরী, মিথুন মল্লিক, আসাদুজ্জামান জেবিন, মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, রুবা আহসান, সূচিত্রা গুহ টুম্পা, সনেট চক্রবর্ত্তী, রুবেল চৌধুরী, রাজীব চৌধুরী, আখতার হোসেন, মুক্তা জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধজামিনে মুক্ত সিআরবির জোড়া খুনের আসামি লিমন