মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হাজী ইছা মোহাম্মদ দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-ক্রিকেট টুনামেন্টে এন্ট্রি আহবান করা হয়ছে। এন্ট্রির শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা, রানারআপ ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা লাভ করবে। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দল, সু-শংখল দল সহ প্রতি খেলাতেই ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডার, সেরা অধিনায়ক, সেরা ম্যানেজার, ১০ জন সেরা দর্শককে পুরস্কার প্রদান করা হবে। টুর্নামেন্টে অংশগ্রহনে ইচ্ছুক দলসমূহকে। মো. মামুন-এম আজিজ স্টেডিয়াম, মোবাইল : ০১৮২৯৬৪৪৯৭৮, টেন স্পোর্টস জলসা মাকেট, মোবাইল : ০১৮৬১৭০৮৫৭১, মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কার্যালয়, মোবাইল :
০৮৬৭৬৫২৭০২ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। টুর্নামেন্টের খেলাসমুহ কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের এন্ট্রি ফি ২৫০০টাকা। প্রতি দলে ১৪ জন খেলোয়াড় থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।