হাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে ফি আদায়ের বিষয়ে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন। অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুসলিম উদ্দিন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মুসলিম উদ্দিন, প্রধান শিক্ষক নুরুল আলম ও অধ্যক্ষ এম ফরিদ উদ্দিন।
সভাপতি তার বক্তব্য বলেন, সরকারের নিদের্শনা অনুসারে একমাত্র টিউশন ফি ছাড়া অন্য ফি নেওয়া যাবে না। এসাইমেন্ট ফিসহ অন্যান্য কোন ফি আদায় করা যাবে না। সরকারি আদেশের বাইরে কোন ফি আদায় করলে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্ধ্বতম কর্তৃপক্ষকে অবগত করা হবে। এসময় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার প্রধানগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।












