খাগড়াছড়িতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা গত মঙ্গলবার খাগড়াছড়ির অফিসার্স ক্লাব মিলনায়তনে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহবায়ক মণীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মো. রেজাউল ইসলাম ভূঁঞা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য এমপি নাজমা আক্তার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা এমরান হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহমুদ মো. লুৎফর রেজা খোকন, মৌলভী মো. ইলিয়াস, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার অহসান হাসান প্রমুখ।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খোরশেদ আলম প্রমুখ।সভায় বক্তারা খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের অবস্থান ও বিভিন্ন সমস্যা ও করণীয় তুলে ধরেন। সংগঠনকে আরো গতিশীল করতে জাতীয় পার্টির নেতাকর্মীদের করণীয় বিষয় নিয়ে পরামর্শ তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।












