আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক ৩৫৪-এর চট্টগ্রাম ৬টি ক্লাব। গতকাল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন হুইল ক্লাব অব অ্যানোনা, ব্লেজিং স্টারস, গ্রীণ হিলস, কর্ণফুলী, লুসি হিলস এবং সী এর সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।