অসম সাহসিকতায় ছিনতাইকারীকে জাপটে ধরে মোরশেদুল আলম পারভেজ প্রমাণ দিলেন, অপরাধী ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এলে অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই সাহসিকতার পুরস্কার স্বরূপ তার হাতে ক্রেস্ট তুলে দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। গতকাল মঙ্গলবার সিএমপি কমিশনার তাঁর কার্যালয়ে পারভেজকে অভিনন্দন জানান।
ঘটনার বিবরণে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে জানান, গত ১৭ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে নগরীর শোলকবহর থেকে মোরশেদুল আলম পারভেজ সিএনজি টেক্সিতে চড়েন। ফ্লাইওভার থেকে নামার সময় দেখেন সিএনজি টেক্সি চলছে ধুঁকে ধুঁকে। ফ্লাইওভার থেকে নামার পর টেক্সি থেমে যায়। চালক গাড়ির কী সমস্যা দেখতে নামেন। এর মধ্যে অন্য একজন চালকের আসনে বসে পড়েন। পূর্বের চালকসহ আরো দুজন জোরপূর্বক গাড়িতে উঠে বসেন। এর মধ্যেই পারভেজকে মারধর করছিল তিন জনে। গাড়ি চলতে চলতে সিআরবি আসে। রেলওয়ে হাসপাতালের সামনে এসে কেড়ে নেয় পারভেজের কাছে থাকা ৫০ হাজার টাকা। টাকা নিয়ে তাকে সিআরবি নামিয়ে দিয়ে তারা চম্পট দেয়। ওসি মহসীন বলেন, পারভেজ হাল ছাড়েননি। এত মার খেয়েও তিনি দ্রুত আরেকটি সিএনজি টেক্সিতে চেপে ঐ টেক্সিকে ধাওয়া করেন। আলমাস সিনেমা হলের সামনে এসে ধরে ফেলেন আমির হোসেন (৩৬) নামে এক ছিনতাইকারীকে। কর্তব্যরত পুলিশ ও আশেপাশের লোকজন ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে বাকি তিনজন পালিয়ে যান। ছিনতাইকারী আমিরকে পুলিশে তুলে দেন তিনি।