এবং কিছু অবশিষ্ট বস্তু-সম্মানিত মূসা ও সম্মানিত হারূনের পরিত্যক্ত, সেটাকে ফিরিশতাগণ বহন করে আনবে। নিঃসন্দেহে, এর মধ্যে মহান নিদর্শন রয়েছে তোমাদের জন্য যদি ঈমান রাখো।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৪৮) সূরা বাক্বারা।
যে ঋণগ্রস্তকে মাফ করিয়া দেয় বা সময় দেয়, আল্লাহতায়ালা তাঁহার ছায়ার নিচে তাহাকে ছায়াদান করিবেন।
-আল-হাদিস (মোসলেম)।
জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।
– শেক্সপিয়ার।